হে প্রভু! দ্বীনের পানে রুজূ রাখ মোর মন

পথভ্রষ্ট করো না, সুপথ কর প্রদর্শন।

রহমতের চাদরে ঢেকে রাখ সর্বক্ষণ

পথহারা পথিক আমি শোন মোর ক্রন্দন।

দাও শক্তি-সাহস হক পথে করি জিহাদ

জয়-পরাজয় তব হস্তে পূর্ণ কর সাধ।

আমি দরিদ্র সর্বদাই করি পাপবোধ

সকল ঋণ আমার করে দাও পরিশোধ।

অন্তরে তুমি কর মোদের ঐশ্বর্য দান

তোমার নে‘মত পেয়ে মোরা হই ভাগ্যবান।

দৃঢ় রাখ পদযুগল যেন পিছলে না পড়ি

সরল পথে চলি যেন না হয় বাড়াবাড়ি।

হৃদয়ে জাগে ওয়াসওয়াসা করি কত ভুল

তোমার যিকিরে হয় দুর্ভাবনার ভন্ডুল।

তাওফীক্ব দাও তোমার পসন্দের কথা বলি

কুরআন-সুন্নাহর পথে যেন মোরা সদা চলি।

দাও সরল-সোজা পথ হালাল উপার্জন

যে পথে আখেরাতে পাই তোমার দর্শন।

-মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা।







আরও
আরও
.