বলব কি আর দুঃখের কথা বলতে বুকটা ফাটে
সুখ কেন যায় না বেচা সাহেবগঞ্জের হাটে?
চোরের মায়ের ডাঙর গলা বাদী ভয়ে পালায়
প্রাণটা বুঝি যায়রে এবার চোরের মায়ের জ্বালায়।
দুর্নীতি করে দুর্নীতিবাজরা সাধু-সৎগণ মরে
সারা দেশটা ভুগছে এখন দুর্নীতি ভাইরাস জ্বরে।
মাঘের শীতে ঘি জমে না জমে সরিষার তেল
অনাথ লোকের মাথায় এখন ভাঙে সবাই বেল।
মানি লোকের নাইরে মান ক্ষমতার করে পূজা
আল্লাহ চেনে না তবু ঈমানদার, রামাযানে নাই রোযা।
সারা বছর নাইরে ছালাত ঈদে প্রথম সারি
ইমাম ছাহেবকে করেন হুকুম ‘পড়ুন তাড়াতাড়ি’।
দুখিনী মা ভিক্ষা করেন গ্রামের পথে পথে
খোকন সোনা ব্যস্ত এখন নেতা-নেত্রীর সাথে।
চেনে না সে বাপের কবর নেতার মাযারে ফুল
ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দুল।
দেশের সম্পদ লুটেন তিনি দেশদরদী নেতা
নেতার মুখেই শুনেন যত ডাহা মিথ্যা কথা।
উচিৎ কথা যায় না বলা উচিৎ কথায় ঝাল
উচিৎ কথা শুনলে সবার গাল ফুলে হয় লাল।
আমের ছোঁয়া নেইকো তবু নামটি ম্যাংগো জুস
এভাবে আর ঠকবি কত ফিরবে কবে হুঁশ?
দুঃখের কথা বলব কাকে এখন কলির কাল
সকাল বিকাল ভেড়ায় চাটে মদ্দা বাঘের গাল।
-ডা. মুহাম্মাদ মোবারক হোসাইন
রাজশাহী।