সব কিছুরই প্রভু তিনি সৃষ্টিরাজি বেশ,
তাঁরই দয়ায় বেঁচে আছি নেই যে দয়ার শেষ।
সারা জীবন গুনেও কভু গুনছ তারি লেশ
সব কিছুরই প্রভু তিনি সৃষ্টিরাজি বেশ।
তাঁরই দয়ায় বেঁচে আছি নেই যে দয়ার শেষ
সারা জীবন করি যেন কৃতজ্ঞতা পেশ।
নদী দেখ কলকল ছন্দে বয়ে যায়,
সাগর দেখ বারি তরঙ্গে মুগ্ধ করে হায়!
বৃক্ষ দেখ লতা-পাতা দুলে জুড়ায় প্রাণ,
পাখি দেখ মিষ্টি সুরে গাইছে তাঁরই গান।
সৃষ্টি জগৎ নিয়ে ভাবি অাঁখি অনিমেষ
সব কিছুরই প্রভু তিনি সৃষ্টিরাজি বেশ,
আকাশ দেখ চতুর্দিকে লক্ষ তারার ঘের,
চন্দ্র দেখ আলো ছড়ায় হয় না আলোর ফের।
পাহাড় দেখ কত উঁচু তাঁরই গুণধাম,
ঝরণা দেখ কেমন করে ঝরছে অবিরাম।
পালন করি সবাই সদা নিষেধ-উপদেশ
সব কিছুরই প্রভু তিনি সৃষ্টিরাজি বেশ,