রামাযানের শিক্ষা

আতিয়ার রহমান 

আতিয়ার রহমান সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

আসলো ছিয়াম শিক্ষা দিতে মোদের দ্বারে রামাযানে,

ছিয়াম সাধনায় শিক্ষা নিতে পারবে কি তাই সবজনে?

আল্লাহভীতি দিবা-রাত্রি সর্ব কাজে যার দিলে,

সেই তো পারে শিক্ষা নিতে বসতে ছাওমের মসনদে।

ছিয়াম সাধনার পরেও যাদের আল্লাহভীতি জাগলো না,

শয়তানী আর বদ খাছলাত মোটেও দূর হ’ল না।

সবটা জীবন থাকলো যে জন আযাযিলের পাশেতে,

রামাযানের ঐ ছিয়াম সাধনা লাগবে তাহার কোন খাতে?

শয়তানের ঐ আদেশ মেনে কাটলো যাহার সবটি কাল,

কেমনে হবে তাদের বলো ছিয়াম সাধনা পাপের ঢাল?

সন্ত্রাসী আর দুর্নীতিবাজ তারাও আজি রামাযানে,

আল্লাহ্র খুশী পাইতে তারা দু’হাত ভরে দান করে।

পায় যদি ফের শিক্ষা তারা তওবা করে ফিরতে চায়,

রামাযানেরই শিক্ষা তারা শক্ত করে বক্ষে নেয়।

হইলে খুশী তওবাতে তোর মহান রহীম রহমান,

করতে পারেন তোকে হেথায় তাঁহার অসীম রহম দান।

রামাযানেতে শিক্ষা পেলাম আল্লাভীতি অন্তরে,

সঠিক রাহে চলবো এবার কাঁদবো এবার তাঁর দ্বারে।

চলবো এবার মুত্তাক্বীদের সংগে আমি দল বেঁধে,

পড়বো না আর আযাযিলের বিশ্বে পাতা ঐ ফাঁদে।

আল্লাহ্র পথে চলবো এবার ছিয়াম সাধনার শিক্ষা নে,

এটাই হ’ল সঠিক শিক্ষা ত্রিশ দিনের রামাযানে।

***

হে ছায়েম! ছাড় এ মাসে

আব্দুল খালেক খান

পাটকেলঘাটা, সাতক্ষীরা।

হে ছায়েম! ছাড় এ মাহে,

মিথ্যা, গীবত, তোহমত

যেনা, চুরি, অপবাদ,

হারাম রূযীর উদর মাৎ

সূদ-ঘুষ সব থাক তফাৎ।

হে ছায়েম! ছাড় এ মাহে,

কড়ির মোহে মিথ্যা সাক্ষ্য

অশালীন কথা ও কটু বাক্য

বেচা-কেনায় কম-বেশী

খেও না বিষ গলায় রশি।

হে ছায়েম! ছাড় এ মাহে,

গাজা, ফেনসিডিল, হেরোইন,

তাস, দাবা, কেরাম বীন

বিএফ, ভিসিআর, নগ্ন ছবি,

মারামারি আর খুন খারাবি।

হে ছায়েম! ছাড় এ মাহে

বেহায়ার মত চলা ফেরা,

বিনা পর্দায় ঘর ছাড়া

ফাকির মত চিন্তা ধারা

বিড়ি, সিগারেট, গুল মারা।

হে ছায়েম! ছাড় এ মাহে

ভালবাসার প্রেমপত্র,

বিনা কাজে গেও না গো

হৃদয় তোষণে নারীর গান

তবেই তোমায় সইতে হবে

লাঞ্ছনা ও অপমান।

***

ছিয়ামের শিক্ষা

ডাঃ মুহাম্মাদ গোলাপ উদ্দীন মিয়া

ওছমানপুর বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর।

শিক্ষা নেই ছিয়াম হ’তে

কত বড় ক্ষুধার জ্বালা,

এজন্যই মোদের তরে ছিয়াম

ফরয করেন আল্লাহ তা‘আলা।

উপোষ করি নিজে স্বয়ং

খাওয়াই যদি ভাইকে আপন,

ক্ষুধার্তের কত জ্বালা

বাস্তবে বুঝব তখন।

রিয়াজত ও নফস যদি

রাখতে পারি আল্লাহ্র পথে

জান্নাতের বাগানে গিয়ে

ফল খাব ইচ্ছামতে।

***

রামাযান

শহীদুল্লাহ

নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।

পুণ্যের সমীর বইয়ে দিতে

এল মাহে রামাযান

মুসলিম উম্মতের মাঝে

বইছে আনন্দের বান।

সহস্র মাসের অধিক পুণ্য

এমাসের এক রাতে

ছিয়াম রাখব ছালাত পড়ব

পুণ্য লাভের আশে।

সারা বছর খারাপ কাজ

আর করেছি যত পাপ

রামাযানে ছিয়াম রেখে

করিয়ে নেব সবই মাফ।

দু’হাত তুলে প্রভুর নিকট

করব ফরিয়াদ

ছিয়াম রাখছি তোমার ভয়ে

পাপ হ’তে করে দাও আযাদ।

অফুরন্ত পুণ্য নিয়ে

এল মাহে রামাযান

সবাই মিলে রাখব ছাওম

এই করেছি পণ।

***






আরও
আরও
.