হে মুসাফির! গিয়েছ তুমি আসল পথ ভুলে,

ভোগ-বিলাসে মত্ত রয়েছ এই ধরণীর কোলে।

আমলের খাতা পূর্ণ করলে দিয়ে পাপের কালি,

পুণ্যের পাতা তোমার রয়ে গেল সম্পূর্ণ খালি।

অতি অল্প সময় আছে বাকী তোমার,

তবুও চেষ্টা উচ্চাভিলাষী হওয়ার?

আছে কি মনে? শেষ কবে ছিলে সিজদারত তুমি,

অতিসত্বর ছাড়তে হবে তোমার প্রিয় এ ভূমি।

হে মুসাফির! এখন তুমি সুউচ্চ প্রাসাদের অধিকারী,

মাটির গৃহই তোমার ঠিকানা, যেতে হবে সব ছাড়ি।

মত্ত থেক না ভোগ-বিলাসে এই ধরণীর পরে,

আজ হ’তে পাথেয় গুছাও আখেরাতের তরে।

প্রখর রেŠদ্রে, ঠান্ডা হাওয়ায় কিংবা রাতের অন্ধকারে,

দ্বীনের পথে ফেরাতে হাঁকিছে মুওয়াযযিন বারে বারে।

পাপাচার ছেড়ে পরিশুদ্ধ হও ক্ষণিকের এই নীড়ে,

অমলিন রবে উভয় জগতে বনু আদমের ভীড়ে।

হে মুসাফির! মৃত্যু তোমার পানে আসছে ছুটে,

সব হারা হবে তুমি জীবন যাবে টুটে।

হে পথভোলা মুসাফির! ইবাদতে হও মশগূল,

রবের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা কর হও ব্যাকুল।

ক্ষমার পানে ছুটে চল ফেরদৌসের স্বপ্ন নিয়ে বুকে,

হে প্রভু! আখেরাতে মোরা থাকি যেন অনন্ত সুখে\

-মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী

নওদাপাড়া, রাজশাহী।

 






আরও
আরও
.