যে ঘরে পড়তো নববধূ আল-কুরআন

রহমতের দ্বার খুলে,

দরিদ্রতার মাঝেও ঘরটি ছিল

সাজানো ফুলে ফুলে।

মুওয়াযনিনের আযানে কতই না নারীর

ভাংতো নিশুতী নিদ,

ফযরের ছালাত আদায় করে তাঁরা

কর্মে লাগাতো হৃদ।

কাজ-কর্ম সেরে স্বামী যখন ফিরতো

রাতে বাসায়,

স্বামীর সেবা করতো নারী পরম ভালোবাসায়।

পর পুরুষ দেখা হারাম ছিল তাদের

ছিল চোখের যিনা,

দেখলে পরে দুই নয়নে লজ্জায় করতো ঘৃণা।

আজকে তারা পাল্টে গেছে বদলে গেছে দিন

ঘরের ভিতর সিনেমা হ’ল টিভিটা রঙিন,

পরপুরুষে আজ ঘর ভরেছে টিভি করলে অন

ডিশ লাইনের চ্যানেলের নেশায় মত্ত সারাক্ষণ

স্বামীর সেবা ছালাত-ছিয়াম সবি গেছে ভুলে

কোন রকম রান্না সেরে ভারতী চ্যানেল বসে খুলে।

হাত-পায় তাই রস জমেছে ডায়াবেটিস গেছে বেড়ে

স্বামী তার পরকীয়ায় লিপ্ত রাত কাটায় তারে ছেড়ে।

ধর্মীয় অনুসাশন না মেনে আজ যুবসমাজ ধরেছে নেশা,

দেশ জুড়ে তাই আর্তনাদ আর দুর্ভোগ-দুর্দশা।






আরও
আরও
.