২০১৭ সালের ২৩শে ফেব্রুয়ারী স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের প্রতিষ্ঠার পর থেকে গত ২ বছরে ১৬টি যেলা গঠন করা হয়েছে এবং ২ হাযারের অধিক রক্তদাতা সংগ্রহ করা হয়েছে। এ সংস্থার মাধ্যমে ৩০০ জনের অধিক মানুষকে রক্তদান করা হয়েছে। রক্তদানের এ কার্যক্রমে শ্রেষ্ঠ যেলা ও শ্রেষ্ঠ সংগঠক নির্বাচন করা হয়েছে। ২০১৭-২০১৯ সেশনে শ্রেষ্ঠ যেলা রংপুর ও ঠাকুরগাঁও এবং শ্রেষ্ঠ সংগঠক ডা. আবু নাঈম মুহাম্মাদ সাইফুল ইসলাম (নারায়ণগঞ্জ)। আর সেরা রক্তদাতা (১) ড. এ. এস. এম. আযীযুল্লাহ (সাতক্ষীরা), (২) আবু হানীফ (নওগাঁ)। ইজতেমার দ্বিতীয় দিন রাতে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত।

কেন্দ্রীয় কমিটি গঠন : ২০১৯-২১ সেশনের জন্য স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। নবগঠিত কর্মপরিষদ নিম্নরূপ :

পদবী

নাম

শিক্ষাগত যোগ্যতা

সভাপতি

ডা. আব্দুল মতীন (ঢাকা)

এম.বি.বি.এস

সহ-সভাপতি

লতীফুল ইসলাম (রাজবাড়ী)

এম.এ

সাধারণ সম্পাদক

মুহাম্মাদ জাহিদ (রাজশাহী)

বি.বি.এ  (অধ্যয়নরত)

সাংগঠনিক সম্পাদক

আহমাদ আব্দুল্লাহ শাকির (সাতক্ষীরা)

বি.এ (অনার্স) (অধ্যয়নরত)

অর্থ সম্পাদক

ফয়ছাল মাহমূদ (সাতক্ষীরা)

কামিল (ফল প্রার্থী)

প্রচার সম্পাদক

আবুল বাশার (রংপুর)

বি.এ (অনার্স) (অধ্যয়নরত)

সমাজকল্যাণ সম্পাদক

মাহমূদ (ফরিদপুর)

এইচ.এস.সি

প্রশিক্ষণ সম্পাদক

আব্দুল্লাহ আল-মামূন (সাতক্ষীরা)

বি.এ (অনার্স) (অধ্যয়নরত)

দফতর সম্পাদক

আব্দুল বাছীর (চাঁপাই নবাবগঞ্জ)

বি.এ (অনার্স) (অধ্যয়নরত






আরও
আরও
.