২রা জুন সোমবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৮-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে বালক শাখার অভিভাবিকাদের গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম, শিক্ষক আব্দুর রঊফ, মাহদী হাসান রেযা প্রমুখ। উল্লেখ্য যে, গত ৮ই মে বৃহস্পতিবার সকাল ১০-টায় ইউসুফ বিন যাবনুল্লাহ আল-‘আতীর লিখিত, মুহাম্মাদ আব্দুল মালেক অনূদিত ও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত ‘আদর্শ সন্তান গঠনে মহীয়সী মা ইতিহাসের কালজয়ী কাহিনী’ বইয়ের উপর এম.সি.কিউ পদ্ধতিতে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করেন ২জন। বিজয়ী ১ম জনকে ১০০০ টাকা, ২য় জনকে ৮০০ টাকা, ৩য় জনকে ৫০০ টাকা সমমূল্যের হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ৫ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।