ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরীক-এর পরপর ৩ বারের শ্রেষ্ঠ এজেন্ট মুহাম্মাদ আনীসুর রহমান (৭০) হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ৭ই জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ১-টা ২০মিনিটে বগুড়ার যিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুর ৩-টায় তার নিজ গ্রাম বগুড়া যেলার শাহজাহানপুর উপযেলাধীন খোর্দ্দ কুষ্টিয়াস্থ বাড়ীর পাশের ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্ল­াহ ছাকিব। জানাযায় ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর সহকারী পরিদর্শক মুহাম্মাদ ফেরদাঊস, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এইচ. এম শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন, সহ-সভাপতি আব্দুর রায্যাক, সাধারণ সম্পাদক আব্দুর রঊফসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ও ‘সোনামণি’র দায়িত্বশীল ও কর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

[আমরা মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]।






আরও
আরও
.