মুকুন্দপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব ১৬ই নভেম্বর শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার বিরামপুর থানাধীন মুকুন্দপুর ফাযিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আমরা এমন একটি আল্লাহভীরু সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে কেবল মানুষ নয়, পশুও নিরাপদ থাকবে। বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, হে জনগণ, নিশ্চয় তোমাদের পালনকর্তা মাত্র একজন। তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখ! আরবের জন্য উপর অনারবের উপর, অনারবের উপর উপর আরবের উপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনরূপ প্রাধান্য নেই, আল্লাহভীরুতা ব্যতীত। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু।

তিনি বলেন, আমরা সূরা ফাতিহা পাঠ করে সর্বদা আল্লাহর নিকটে সঠিক পথ কামনা করি। ইহূদী-খৃষ্টানদের পথ থেকে পানাহ চাই। কারণ ইহূদীরা তাদের নবীকে না মেনে অভিশপ্ত হয়েছে। আর খৃষ্টানরা তাদের নবীকে না মেনে পথভ্রষ্ট হয়েছে। অতএব আমাদেরকে সবদিক থেকে মুখ ফিরিয়ে কেবল ইসলামের পথেই থাকতে হবে। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছকে আঁকড়ে ধরতে হবে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রায়হানুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আবু তাহের, মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ) প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ডা. সাইফুর রহমান।






আল-‘আওন
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আল-‘আওন-এর ক্যাম্পিং ও ব্লাড গ্রুপিং
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
যেলা সম্মেলন, সাতক্ষীরা (আসুন! আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শান্তিময় সমাজ গড়ে তুলি!) - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
জান্নাতের মধ্যস্থলে থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে চলুন! (আহলেহাদীছ মনযিল : ভিত্তিপ্রস্তর স্থাপন) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.