পাতাকাটা, মঠবাড়িয়া, পিরোজপুর ১৫ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মঠবাড়িয়া উপযেলাধীন পাতাকাটা গ্রামে নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের পরিচালক মুহাম্মাদ ফরীদুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সদস্যদের সাথে পরামর্শক্রমে মুহাম্মাদ ফরীদুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ যিয়াউল হককে সাধারণ সম্পাদক করে ‘আন্দোলন’-এর পাতাকাটা শাখা কমিটি গঠন করা হয়।

পশ্চিম টেংরাখালী, কচুয়া, বাগেরহাট ১৬ই ডিসেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার কচুয়া থানাধীন পশ্চিম টেংরাখালী আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম টেংরাখালী শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি জনাব দারাশিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

কামারগ্রাম, মোল্লারহাট, বাগেরহাট ১৭ই ডিসেম্বর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার মোল্লাহাট উপযেলাধীন কামারগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের ঢালী প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে অধ্যাপক এস.এম. রহমতুল্লাহকে সভাপতি ও মাওলানা ইদ্রীস আলীকে সাধারণ সম্পাদক করে ‘আন্দোলন’-এর ভান্ডারখোলা কামারগ্রাম এলাকা কমিটি এবং মাওলানা আব্দুর রাকীবকে সভাপতি ও হাফেয শেখ দাউদুয্যামানকে সাধারণ সম্পাদক করে মোল্লাহাট উপযেলা কমিটি গঠন করা হয়।

বুজবুনিয়া, রামপাল, বাগেরহাট ১৮ই ডিসেম্বর সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার রামপাল উপযেলাধীন বুজবুনিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে মাহমূদ হাসানকে সভাপতি ও মুহাম্মাদ শাহীন শেখকে সাধারণ সম্পাদক করে ‘আন্দোলন’-এর বুজবুনিয়া শাখা কমিটি গঠন করা হয়।

সোহাগদল, স্বরূপকাঠী, পিরোজপুর ১৯শে ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার স্বরূপকাঠী থানাধীন সোহাগদল দারুস সালাম আহলেহাদীছ জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সাবেক মুতাওয়াল্লী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রেযাউল করীম, সহ-সভাপতি মুহাম্মাদ ওয়ালীউল্লাহ ও মাওলানা শহীদুল ইসলাম (মাদারীপুর) প্রমুখ।

সন্ন্যাসী, মোড়েলগঞ্জ, বাগেরহাট ২০শে ডিসেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার মোড়েলগঞ্জ থানাধীন সন্ন্যাসী বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সেক্রেটারী হারূণুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন অত্র মসজিদের খতীব মাওলানা শু‘আইবুর রহমান।

বহরবুনিয়া, মোড়েলগঞ্জ, বাগেরহাট ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার মোড়েলগঞ্জ থানাধীন বহরবুনিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি ডাঃ ওমর ফারূক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

সোনাখালী, মোড়েলগঞ্জ, বাগেরহাট ২২শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে সোনাখালী এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আববাসুদ্দীন ইলিয়াস, এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনোয়ার, অর্থ সম্পাদক মুহাম্মাদ মুস্তাফীযুর রহমান ও অত্র মসজিদের ইমাম মাওলানা নেছারুদ্দীন আহমাদ।

বলইবুনিয়া, মোড়েলগঞ্জ, বাগেরহাট ২৩শে ডিসেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার মোড়েলগঞ্জ থানাধীন বলইবুনিয়া বকুলতলা তাওহীদ ট্রাষ্ট নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম আব্দুল আযীয মিয়াঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।






রাসূল (ছাঃ) মানবতার সর্বোত্তম আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
সোনামণি (সোনামণি প্রতিভা’ ৬৪তম সংখ্যার উপর প্রতিযোগিতা)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
তাবলীগী সভা
সোনামণি
পার্থিব তাড়না দমন করে আখেরাতের পাথেয় সঞ্চয়ে ব্রতী হও
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
কর্মী ও দায়িত্বশীল প্রশিক্ষণ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
আরও
আরও
.