হাঁটু গেড়ে সারিবদ্ধভাবে মাথা নিচু করে বসে আছেন প্রায় পাঁচ হাযার নারী। আর দু’জন পুরোহিত তাদের চাবুকাঘাত করছে। এসময় পুরো বিষয়টা উপভোগ করছেন কয়েক হাযার মানুষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোহিতদের এই কান্ড দেখছে পুলিশও। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। ঐ ঘটনার ভিডিওতে দেখা গেছে, ঐ নারীরা ধূলিময় রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে রয়েছে। এসময় তাদের জোরপূর্বক পেটাচ্ছে ধর্মীয় নেতারা। প্রতি বছর বিজয়া দশমীর উৎসবে এই গণ বেত্রাঘাতের অনুষ্ঠান আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে নারী ও শিশুরা চাবুকের আঘাত খেতে হাযির হয়। অশুভ আত্মা দূর করতে ও সব রোগ মুক্তির জন্য অদ্ভুত এবং বেদনাদায়ক এই ধর্মীয় আচার পালন করা হয়।

[এই সবই শয়তানী খোশ-খেয়ালের পরিণতি। মানুষকে মানুষ পূজা করছে এই সব মিথ্যা ধারণা সৃষ্টি করিয়ে। এসব থেকে মুক্ত হয়ে আল্লাহর বিধানের আত্মসমর্পণ করতে হবে (স.স.)]







আরও
আরও
.