আজারবাইজানের তিন
বছর বয়সের শিশু জাহরা পবিত্র কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে। সে
দেশটির সবচেয়ে কনিষ্ঠ হাফেয হিসাবে পরিচিতি পেয়েছে। ঐ শিশুর মা জানান,
জাহারা গর্ভে থাকা অবস্থায় তিনি বেশি করে কুরআন তেলাওয়াত করতেন। এছাড়া তিনি
মনোযোগ সহকারে কুরআনের তেলাওয়াত শুনতেন। তিনি আরো জানান, জাহরার জন্মের পর
তাকে ঘুম পাড়াতে কুরআনের ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করতেন। তার মেয়ের বয়স
যখন ১ বছর তখন থেকেই জাহরা তেলাওয়াত করা ছোট ছোট সূরাগুলো তার সঙ্গে
তেলাওয়াতের চেষ্টা করত। মেয়ের এমন আগ্রহ দেখে কুরআন তেলাওয়াত বাড়িয়ে দেন
তিনি। এভাবেই ৩ বছর বয়সে মায়ের কাছ থেকে শুনে শুনে জাহরা পবিত্র কুরআনের
৩৭টি সূরা মুখস্থ করে ফেলেছে।