বিশ্ব অর্থনীতির আকার বিবেচনায় বাংলাদেশের বর্তমান অবস্থান ৪২তম। তবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের গবেষণা সেল এইচএসবিসি গ্লোবাল রিসার্চ এমন পূর্বাভাস দিয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড ইন ২০৩০ : আওয়ার লংটার্ম প্রজেকশন ফর ৭৫ কান্ট্রিজ’ শিরোনামের এ গবেষণা প্রতিবেদনে ৭৫টি দেশের অর্থনীতি নিয়ে আলোচনা ও তাদের ভবিষ্যত সম্পর্কে পূর্বাভাস দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরেই থাকবে ফিলিপাইন, পাকিস্তান, ভিয়েতনাম ও মালয়েশিয়া। ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে গড়ে ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হবে। চলতি বছরের জন্য ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে বাংলাদেশ সরকার। যদিও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, বাংলাদেশের প্রবৃদ্ধি হ’তে পারে ৭ দশমিক ৫ শতাংশ। আর বিশ্বব্যাংকের হিসাবে প্রবৃদ্ধি হ’তে পারে ৭ শতাংশ।

এইচএসবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে আসবে। ফিলিপাইন ১১ ধাপ এগিয়ে বর্তমানের ৩৮তম অবস্থান থেকে ২৭তম অবস্থানে উঠে আসবে। পাকিস্তান ১০ ধাপ এগিয়ে ৪০ থেকে ৩০-এ উঠবে। ভিয়েতনাম ৮ ধাপ এগিয়ে ৪৭ থেকে চলে আসবে ৩৯-এ। আর মালয়েশিয়া ৫ ধাপ এগিয়ে ৩৪ থেকে-২৯-এ উঠে আসার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতিতেও আসবে পরিবর্তন। ২০৩০ সালে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা চীন শীর্ষে উঠে আসবে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দ্বিতীয়তে নামবে। সপ্তম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত। তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে চলে যাবে জাপান। জার্মানী চতুর্থ অবস্থান থেকে পঞ্চম স্থানে গিয়ে দাঁড়াবে।






‘দলীল যার, জমি তার’ বিল পাশ হ’ল সংসদে
পথশিশুদের ভিক্ষা দেয়া নিষিদ্ধ
স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বে সেরা কাতার (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে)
স্বদেশ-বিদেশ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
বাংলাদেশী বিজ্ঞানীদের সাফল্য : ঘরে বসেই ক্যান্সার শনাক্ত করা যাবে
বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সুচি - -মাহাথির
বিদেশ পৃথিবীর সবচেয়ে গরীব দেশ কঙ্গো
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
১১৬ জন আলেম ও ধর্মীয় বক্তা এবং ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট ঘাদানিক-এর আবেদন পেশ
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
আরও
আরও
.