চুয়াডাঙ্গার দামুড়হুদা উপযেলার ডুগডুগী গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ১৬ বছরের তরুণী সুইটি। গত ২রা মে তার বিবাহে বাধ সাধে আইন। বিবাহের দিন ভ্রাম্যমান আদালত কনের পিতাকে জরিমানা করেন ৮ হাযার টাকা। বিয়ে বাড়ির বর যাত্রীর খাবার ইয়াতীমখানায় বিতরণ করা হয়। পরে ৪ঠা মে শনিবার দুপুরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাত্র ও পাত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক থাকায় একপর্যায়ে উভয় পরিবারের অভিভাবক মিলে বিবাহের প্রস্ত্ততি নিলে প্রশাসনের বাধায় তা ভেঙ্গে যায়। দামুড়হুদা উপযেলা সহকারী কমিশনার (ভূমি) বিবাহ বন্ধ করেন এবং মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না এ মর্মে মেয়ের পিতার নিকট থেকে মুচলেকা নেন। পরে শনিবারে পুনরায় বিবাহের আয়োজন করা হ’লে ছেলেপক্ষ বিবাহ করবে না বলে জানালে মেয়েটি বিষপানে আত্মহত্যা করে।

[মেয়েটির আত্মহত্যার দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কেননা ইসলামী আইনে বর ও কনের বিবাহের জন্য বয়স কোন বাধা নয়। সরকারকে অবশ্যই এ আইন বাতিল করতে হবে। নইলে ক্বিয়ামতের দিন ভয়াবহ আযাব থেকে বাঁচতে পারবেন না (স.স.)]







আরও
আরও
.