নাতি-নাতনী চেয়ে ছেলেকে আদালতে তুলেছেন ভারতের এক দম্পতি। সঞ্জীব ও সাধনা প্রসাদ দম্পতি বলেছেন, হয় এক বছরের মধ্যে নাতি-নাতনী জন্ম দিতে হবে, না হয় তাদের পাঁচ কোটি রুপি বা সাড়ে ছয় লাখ ডলার জরিমানা দিতে হবে।

তাদের বক্তব্য, নিজেদের সঞ্চয় খরচ করে ছেলেকে বড় করেছেন, লেখাপড়া করিয়েছেন, পাইলট বানিয়েছেন; এবার তারা সন্তানের কাছে তার প্রতিদান চান। ছয় বছর হয়েছে তার বিয়ে হয়েছে। কিন্তু এখনও তারা সন্তান নেওয়ার কোন পরিকল্পনা করেনি। আমাদের সময় কাটানোর জন্য একটা নাতি-নাতনী চাই।

উত্তরাখন্ডের ঐ দম্পতি আরও বলেন, আমরা আর্থিক দিক থেকে এবং মানসিকভাবে বিরক্ত। কারণ আমরা নিঃসঙ্গ সময় পার করছি।

[মানুষের স্বভাবধর্মের বিপরীত কোন কিছুই সমাজে চলতে পারেনা। আমরা আল্লাহর বিধান ভঙ্গকারী ঐ সন্তানের হেদায়াত কামনা করি এবং অন্যদেরকে এ থেকে শিক্ষা গ্রহণের আহবান জানাই (স.স.)]।

 






আরও
আরও
.