ফিলিস্তীনের পূর্ণ সদস্য পদের সমর্থনে গত ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস করার ঠিক আগে জাতিসংঘের সনদ ছিড়ে ফেলেছেন ইস্রাঈলী রাষ্ট্রদূত গিলাদ এরদান। সাধারণ সভায় ভোটাভুটিতে ফিলিস্তীনের পক্ষে ভোট দেয় ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দেয় আমেরিকা ও ইস্রাঈলসহ ৯টি দেশ। পক্ষে ভোট দেয় ইস্রাঈলের মিত্র ভারতও। ভোটদান থেকে বিরত থাকে ২৫টি দেশ। অধিকাংশ ভোট নিয়ে প্রস্তাবটি পাস হয়ে যায়।