আয়রে তরুণ যুবক দল
জোর কদমে এগিয়ে চল
সঠিক পথে বাজিয়ে বিষাণ
নিশান ধর কষে।
আসবে পথে শতেক ভয়
ভয় কে তোরা করবি জয়
জয়কে জানিস সু-নিশ্চয়
থাকিসনে আর বসে।
সোনার ছেলে ধরিত্রীর
বল রেখে সব উচ্চ শির
কণ্ঠে নারায়ে তাকবীর
আল্লাহু আকবার।
ছড়িয়ে দেরে বিশ্ব-তল
অহি-র বাণী সু-নির্মল
নও মুজাহিদ এগিয়ে চল
দুরন্ত দুর্বার।
হস্তে নিয়ে সে সমশের
নাই বা আসুক ওমর ফের
খালিদ ইবনে ওয়ালীদ নাহি
এই ধরণী মাঝ।
তাই কিরে আজ যুবক দল
ইসলাম যাবে রসাতল?
নেই কি তোদের বুকের বল
সাজরে আজি সাজ।
সাজরে তোরা সাজরে সাজ
যাক ধ্বসে যাক জুলুমবাজ
জোরছে চালাও কুচ-কাওয়াজ
ধর কুরআন কষে।
লিল্লাহে তাকবীর রবে
উঠুক বিশ্ব কলরবে
বিশ্বের যত যালিমশাহীর
আসন যাক ধ্বসে।
আয়রে তরুণ যুবক দল
জোর কদমে এগিয়ে চল
সঠিক পথে বাজিয়ে বিষাণ
নিশান ধর কষে।





আরও
আরও
.