খুৎবাকালীন সময়ও যদি

মসজিদে আস তবে

তোমাকেও দুই রাক‘আত ছালাত

আদায় করতে হবে।

কিন্তু আজকে কেন লেখা থাকে

মসজিদের দেওয়ালে

যাবে না ছালাত আদায় করা

লাল বাতি জ্বলাকালে?

খুৎবার সময় কাউকে যদি

চুপ করতেও বল

তবে জানবে এটাও তোমার

অনর্থক কথা হ’ল।

জুম‘আর দিনে খুব সংক্ষিপ্ত

একটা সময় আছে

যখন দো‘আ কবুল হয়

আল্লাহ তা‘আলার কাছে। 

মুজাহিদুল ইসলাম

হলিধানী, ঝিনাইদহ।






আরও
আরও
.