আজ প্রভাতে নীল দীঘিতে সকল কলি ফুটলো গো

পীযুষধারা আহরণে মৌমাছিরা জুটলো গো।

সমীরণে দোদুল দোলে

দেখে আমার নয়ন তোলে

শান্ত এ মণ কোলাহলে

কেমন  জেগে উঠলো গো।

এ কোন সুধার আযান শুনে কাটলো নিশি মোর

তাই তো বুঝি এই জীবনে আসলো এমন ভোর।

প্রভাত রবি আবির রঙে

চুম দিয়ে যায় সংগোপনে

পরশে তার সবার মনে

রাতের তিমির টুটলো গো।

সবখানে আজ দিচ্ছে সাড়া প্রভাত পাখীর গান

আবেদ জনের কণ্ঠে শুনি আল্লাহ পাক কুরআন।

এমনি তর ধরার মাঝে

মন বসে না কোন কাজে

ভক্তি নিয়ে হৃদয় মাঝে

মসজিদে মন ছুটলো গো\







আরও
আরও
.