আজ প্রভাতে নীল দীঘিতে সকল কলি ফুটলো গো

পীযুষধারা আহরণে মৌমাছিরা জুটলো গো।

সমীরণে দোদুল দোলে

দেখে আমার নয়ন তোলে

শান্ত এ মণ কোলাহলে

কেমন  জেগে উঠলো গো।

এ কোন সুধার আযান শুনে কাটলো নিশি মোর

তাই তো বুঝি এই জীবনে আসলো এমন ভোর।

প্রভাত রবি আবির রঙে

চুম দিয়ে যায় সংগোপনে

পরশে তার সবার মনে

রাতের তিমির টুটলো গো।

সবখানে আজ দিচ্ছে সাড়া প্রভাত পাখীর গান

আবেদ জনের কণ্ঠে শুনি আল্লাহ পাক কুরআন।

এমনি তর ধরার মাঝে

মন বসে না কোন কাজে

ভক্তি নিয়ে হৃদয় মাঝে

মসজিদে মন ছুটলো গো\







মাযার
জীবন মানে - মুজাহিদুল ইসলামবাগডোব, মহাদেবপুর, নওগাঁ।
অলক্ষ্যের ডাক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আশা-দুরাশা - আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
কবর ঘর - ডাঃ মুহাম্মাদ আব্দুল খালেক, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
জীবনের লক্ষ্য-উদ্দেশ্য
সকলি তোমার দান - আতিয়ার রহমান মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
জান্নাতের আলো - আব্দুর রাযযাক সাঁজুড়িয়া, তাহেরপুর, রাজশাহী।
হে মুসলিম! - মুহাম্মাদ আনীসুর রহমানদারিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।
প্রার্থনা কণিকা - মুহাম্মাদ গিয়াছুদ্দীনইবরাহীমপুর, কাফরুল, ঢাকা।
করোনা সন্দেহ
বিজাতীয় সভ্যতা - এফ.এম. নাছরুল্ল­াহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
আরও
আরও
.