আহলেহাদীছ জঙ্গী নয় খাঁটি মুসলমান,

কাউকে করে না আঘাত দিয়ে হাত ও যবান।

মধ্যপন্থী বিধায় তারা আল্লাহর প্রিয় দল,

নবীর ভাষায় ফিরক্বায়ে নাজিয়াহ আখিরাতে সফল।

ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে আদর্শ উম্মাত,

ফিৎনা-ফাসাদ ঘৃণা করে দূর করে যুলমাত।

হকের পথে ডাকে সদা কুরআন-হাদীছ মতে,

বাতিল তাই জ্বলে-পুড়ে বিনাশ হয় ধরাতে।

দ্বীনের তরে লড়াই করে রাজ্য লোভে নয়,

কারো ভাগে ভাগ বসায় না দুনিয়া বিমুখ হয়।

শিরক-বিদ‘আতের বিরুদ্ধে তাদের এ আন্দোলন,

সেই ভয়েতে ভন্ডপীরের বুকে ওঠে কাঁপন।

চরমপন্থার ধোঁকায় আজ তরুণরা হচ্ছে প্রবাসী,

জঙ্গীবাদের ট্রেনিং পেয়ে তারা হয় সন্ত্রাসী।

সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদ একই সূত্রে গাঁথা,

ইবলীসের খপ্পরে পড়ে ধোলাই হচ্ছে মাথা।

সেই মাথাতে বসে দুশমন হাসে ক্রুর হাসি,

হানা-হানির সয়লাবে ভাসছে বিশ্ববাসী।

ছহীহ আক্বীদায় ফিরলেই তবে মুক্তি পাবে জাতি,

আহলেহাদীছ জঙ্গী নয় সরল পথের সাথী।







অবরুদ্ধ হৃদয়; টাকার দুনিয়া
ভেজালে সয়লাব - ডাঃ মুহাম্মাদ এনামুল হককলেজ বাজার, বিরামপুর, দিনাজপুর।
বিজাতীয় সভ্যতা - এফ.এম. নাছরুল্ল­াহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
ফিরক্বা নাজিয়াহ - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
আল্লাহর মাহাত্ম্য - শরীফুল ইসলামএম.এ (শেষ বর্ষ) ইসলামিক স্টাডিজরাজশাহী বিশ্ববিদ্যালয়।
ঈদের খুশী - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
সম্প্রীতির ডাক
দৃপ্ত কণ্ঠস্বর
খুলে দাও মনের বাঁধন
পশুর অধম - -আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
খবর
মুখোশ উন্মোচন - মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদমার্কেটিং বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর।
আরও
আরও
.