ফিলিস্তীন আজ হাহাকার করে,

এত যুলুম কি করে সইতে পারে!

মসজিদের মিনারগুলো কাঁপে থরথর,

 বোমার আঘাতে গুড়ো হয়ে যায় বাড়ি-ঘর!

আজ সেথা আযানের ধ্বনি থেমে যায়,

মায়ের কোলে সন্তান শহীদ হয়ে যায়।

অশ্রু-নদীতে ভাসে শহর ও গ্রাম,

তবুও ভোলে না তারা আল্লাহর নাম।

হাতে পাথরের ঢিল বুকে নেই ভয়,

এই ভুমি আমাদের আর কারো নয়।

বিজয় মোদের হবে ইনশাআল্লাহ!

আমরাই নব যুগের সাইফুল্লাহ!

মৃত্যুর মিছিলে জেগে ওঠে তারা।

তাদের জন্য এই ধরা মনহরা।

ফিলিস্তীন আজ নয় শুধু এক দেশ,

সে এক প্রতিরোধ প্রেরণার রেশ।

-শহীদুল ইসলাম, গুরুদাসপুর, নাটোর।







আরও
আরও
.