স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্সের অনেক অদ্ভূত কারণ প্রায় সময়ই জানা যায়। কিন্তু সঊদী আরবে এবার যেটা ঘটেছে, সেটা আগের সব ‘অদ্ভূতকে’ ছাপিয়ে গেছে। সেখানে এক নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন সে নিজের মায়ের চেয়ে স্ত্রীকে বেশী ভালোবাসে এই অপরাধে। এ ঘটনায় ২৯ বছর বয়সী ঐ ব্যক্তি (স্বামী) অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি বলেন, বিয়ের পর থেকে স্ত্রীর কোন আবদারই তিনি অপূর্ণ রাখেননি। স্ত্রীর জন্য তিনি নিজের পরিবারকেও ছেড়েছেন। স্ত্রীও অবশ্য আদালতে এ কথা স্বীকার করেছেন যে স্বামী তাকে অনেক ভালোবাসে। কিন্তু এই বেশী ভালোবাসাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ডিভোর্স দেওয়ার পেছনে যুক্তি পেশ করে নারীর বক্তব্য- ‘যে ব্যক্তি নিজের মাকে পরিত্যাগ করতে পারে, সে যেকোন সময় আমাকেও ছেড়ে যেতে পারে। আমি এ ধরনের কাউকে বিশ্বাস করতে পারি না। তা ঐ দিনের অপেক্ষায় না থেকে আমি বরং তাকে আগেই পরিত্যাগ করতে চাই’। সঊদী আদালত এরই মধ্যে ঐ নারীর আবেদন গ্রহণ করেছেন। সেই সঙ্গে প্রশংসাও করেছেন তার।

[এখানে উভয়ে বাড়াবাড়ির মধ্যে না গিয়ে মধ্যপন্থা অবলম্বনেই কল্যাণ ছিল বেশী। আমরা অন্যদেরকে এ ব্যাপারে সাবধান থাকতে বলব’ (স.স.)]







আরও
আরও
.