সম্প্রতি
শিশুদের ওপর যৌন নিপীড়ন ও হত্যাকান্ড বন্ধে পার্লামেন্টের নিম্নকক্ষে একটি
প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী আলী মুহাম্মাদ
খান। পরে সংখ্যাধিক্য সদস্যের মতামতে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির
স্বপক্ষে যুক্তি তুলে ধরে মুহাম্মাদ খান বলেন, শিশুদের ধর্ষণ ও
হত্যাকান্ডের অপরাধ প্রমাণিত হ’লে শুধু মৃত্যুদন্ড কার্যকর যথেষ্ট নয়। বরং
ঘৃণ্য এসব অপরাধের পরিণতি সম্পর্কে সতর্কবার্তা দিতে অপরাধীদের জনসম্মুখে
ফাঁসি হওয়া উচিত। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে প্রস্তাবটি পাস হ’লেও পিপলস
পার্টিসহ সরকারী দলের কয়েকজন সদস্যও আইনটির বিরোধিতা করেছেন। পিপলস পার্টির
সিনিয়র নেতা রাজা পারভেজ আশরাফ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, জাতিসংঘের
আইনমতে প্রকাশ্যে ফাঁসি দেয়া যায় না।
[জি-হ্যাঁ। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে প্রকাশ্যে আল্লাহর দন্ডবিধি বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘ কোন ফ্যাক্টর নয় (স.স.)]