‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র কর্মী মুসাম্মাৎ মমেদা বেগম (৯০) গত ৯ই ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫-টায় চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর (কলকলিয়া) গ্রামের নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৭ কন্যা ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সকাল ৯-টায় তার বাড়ীর পার্শ্বস্থ আমবাগানে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন তার বড় ছেলে যহহাক আলী। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মহিলা আমীরে জামা‘আতের কারামুক্তির জন্য সর্বদা কেঁদে কেঁদে দো‘আ করতেন। অতঃপর কারামুক্তির দিন বাদ মাগরিব জেল গেইট থেকে বের হবার পরপরই জায়নামাযে বসা অবস্থায় মোবাইলে সরাসরি তাঁর কণ্ঠস্বর শোনার পর তিনি দু’রাক‘আত শুকরিয়ার ছালাত আদায় করেন। কারামুক্তির পর ২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারী সাংগঠনিক সফরে আমীরে জামা‘আত কানসাট গেলে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ করে আসেন।

[আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






আরও
আরও
.