তাবলীগী ইজতেমা ২০২০ উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারী বুধবার সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনে ‘আন্দোলন’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘আল-হেরা শিল্পীগোষ্ঠী’র উদ্যেগে আয়োজিত ‘জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০’এর কেন্দ্রীয় পর্যায়ে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১০ জন বিজয়ীকে ইজতেমার ২য় দিন অনুষ্ঠিত যুবসমাবেশে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নিমেণ প্রতিযোগিতার বিষয় ও বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল।-

১. কুরআন তেলাওয়াত :

১ম : মুহাম্মাদ আরযুল ইসলাম শাফী (রাজশাহী), ২য় : আহনাফ মুবাশ্শির (চাঁপাই নবাবগঞ্জ), ৩য় : তাওফীকুল ইসলাম (সিরাজগঞ্জ)।

২. জাগরণী (সোনামণি গ্রুপ) :

১ম : আব্দুল্লাহ আল-ফাহাদ (কুমিল্লা), ২য় : আব্দুল জববার (সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ ওবায়দুল্লাহ (বগুড়া)।

৩. জাগরণী (উন্মুক্ত গ্রুপ) :

১ম : ইলিয়াস আহমাদ (বগুড়া), ২য়: মুহাম্মাদ আব্দুর রহমান সাঈদ (সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ রাযিউর রহমান (দিনাজপুর) ও মুহাম্মাদ রোকনুয্যামান (মেহেরপুর)।






আরও
আরও
.