৭ই ডিসেম্বর শনিবার টাউন হল, কুমিল্লা : অদ্য বেলা ৩-টায় যেলা শহরের টাউন হল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ কুমিল্লা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি সূরা আন‘আমের ১২২ আয়াত পাঠ করে বলেন, আল্লাহ প্রদত্ত অহি-র পথই আলোর পথ। এর বিপরীতে যত পথ আছে সবই অন্ধকারের পথ। নবী-রাসূলগণ সর্বদা আল্লাহ প্রদত্ত আলোর পথেই মানুষকে আহবান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে গণতন্ত্রের নামে প্রচলিত সরকারী ও বিরোধী দলীয় রাজনীতি এবং দল ও প্রার্থীভিত্তিক নেতৃত্ব ও নির্বাচন ব্যবস্থা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। তাই এ পথ ছেড়ে নির্দলীয় ও নিরপেক্ষ শূরা ভিত্তিক ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমে এগিয়ে আসুন!

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, নারায়ণগঞ্জ যেলার সাবেক সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তাসলীম সরকার, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ, মারকাযুস সুন্নাহ আস-সালাফী, নারায়ণগঞ্জের প্রিন্সিপাল ড. ইহসান ইলাহী যহীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জামীলুর রহমান। এছাড়াও পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ১১ জনের ব্লাড গ্রুপিং ও ৫ জন ‘ডোনর’ তালিকাভুক্ত হন।







আরও
আরও
.