ইসলামী সম্মেলন

মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম

-মুহতারাম আমীরে জামা‘আত

শাহজাহানপুর, বগুড়া ৮ মার্চ সোমবার : অদ্য বাদ আছর বগুড়া যেলার শাহজাহানপুর থানাধীন ফুলকোট হাই স্কুল ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ফুলকোট এলাকার উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, মতবাদ বিক্ষুব্ধ অশান্ত এই পৃথিবীতে শান্তির ফল্গুধারা বইয়ে দিতে পারে একমাত্র ইসলাম। ইসলামই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। ইসলামের প্রতিটি বিধান অবিকৃতভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে মানব সমাজ একটি বৈষম্যহীন ইনসাফ পূর্ণ সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন ইসলামের এই নিষ্কলুষ পথের দিকেই মানুষকে আহবান জানায়। এ আন্দোলন নতুন কিছু নয়, ছাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। এ আন্দোলন ইসলামের আদী রূপ প্রতিষ্ঠার আন্দোলন।

বগুড়া দক্ষিণ এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মাওলানা মুমতাযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসিক আত-তাহরীক সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুযাফফর বিন মুহসিন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম, আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুহাম্মাদ রাজীবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও মাওলানা ইবরাহীম বিন রইসুদ্দীন (বগুড়া)।

আহলেহাদীছ আন্দোলন কোন মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম

-মুহতারাম আমীরে জামা‘আত

নরসিংদী ১৮ ও ১৯ মার্চ বৃহষ্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নরসিংদী যেলার উদ্যোগে পাঁচদোনা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত যেলা সম্মেলনের দ্বিতীয় দিনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সমবেত বিশাল জনমন্ডলীকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার অতুল্য প্লাটফরম ‘আহলেহাদীছ আন্দোলনে’র পতাকাতলে সমবেত হয়ে স্ব স্ব আমলী যিন্দেগী সমৃদ্ধ করার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, আহলেহাদীছ আন্দোলন প্রচলিত কোন ইজম, মাযহাব বা মতবাদের নাম নয়; বরং এটি একটি পথের নাম। যে পথের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। তাই তো এ পথের অনুসারীদের জীবনে নেমে আসে হিমাদ্রি সম বাধা-বিপত্তি। নেমে আসে জেল-যুলুমের কঠিন পরীক্ষা। তিনি সকলকে ধৈর্যের সাথে বাংলার আনাচে-কানাচে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান।

দুই দিন ব্যাপী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণত সম্পাদক মুযাফফর বিন মুহসিন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, রসূলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন সিলেটী, যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা জনাব আব্দুর রঊফ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদের খতীব ও যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক হাফেয ওয়াহীদুযযামান, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, তাবলীগ সম্পাদক আব্দুল খবীর, অর্থ সম্পাদক মুহাম্মাদ মোখতার, সাংগঠনিক সম্পাদক জালালুদ্দীন, পাঁচরুখী দারুল হাদীছ সালাফিয়া মাদরাসার শিক্ষক ক্বারী মুহাম্মাদ আমীনুল ইসলাম, এপরাইজার কাস্টম হাউজ-এর সাবেক প্রিন্সিপাল জনাব মুহাম্মাদ মানিক মিয়া প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পী গোষ্ঠী প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম। দুই দিন ব্যাপী সম্মেলন পরিচালনা করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সম্মেলন বাস্তবায়ণ কমিটির আহবায়ক ও যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাহফূযুর রহমান।

মোহনপুর, রাজশাহী ৮ মার্চ সোমবার : অদ্য বাদ আছর মোহনপুর থানাধীন মহববতপুর হাইস্কুল মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর এলাকার উদ্যোগে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ধুরইল ডি.এস. কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ডঃ মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, আহলেহাদীছ আন্দোলন সমাজ সংস্কারে বিশ্বাসী। মানুষের আক্বীদা ও আমলের সংশোধনের মাধ্যমেই সমাজের সার্বিক সংস্কার সাধন এবং দেশ ও জাতির প্রকৃত কল্যাণ লাভ সম্ভব। ব্যক্তি সংশোধন না হ’লে সমাজ ও রাষ্ট্রের সংস্কার অসম্ভব। এজন্য তিনি ব্যক্তি ও পরিবার সংশোধনের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাওলানা আব্দুল আলীম (ঝিনাইদহ), মুহাববতপুর আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী প্রমুখ।

‘আত-তাহরীক’ পাঠক ফোরামের কমিটি গঠন

খুলনা ১৯ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার সার্বিক ব্যবস্থাপনায় ও ‘আত-তাহরীক’ পাঠক ফোরামের উদ্যোগে খুলনা মহানগরীর গোবরচাকা মোহাম্মাদিয়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ। বক্তব্য শেষে তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে জনাব আনছার আলীকে সভাপতি ও আলহাজ্জ ইকরাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ‘আত-তাহরীক’ পাঠক ফোরাম, খুলনা যেলা কমিটি গঠন করা হয়।

একই দিন বাদ মাগরিব মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ নগরীর জিন্নাহ পাড়া আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত ইসলামী জালসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব গোলাম মোক্তাদির, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মুয্যাম্মিল হক সহ কর্মপরিষদ সদস্যগণ এবং যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক মুহাম্মাদ রূহুল আমীন প্রমুখ।

যুবসংঘ

প্রশিক্ষণ

কমরগ্রাম, জয়পুরহাট ২৯ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার উদ্যোগে কমরগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক শেখ আব্দুছ ছামাদ। প্রশিক্ষণে  অন্যান্যের  মধ্যে  উপস্থিত  ছিলেন  যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুন নূর, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, প্রচার সম্পাদক নাজমূল হক প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

মহিলা সংস্থা

মহিলা সমাবেশ

কালাই, জয়পুরহাট ২৮ জানুয়ারী বৃহস্পতিবার :  অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ জয়পুরহাট যেলার উদ্যোগে এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট যেলার সার্বিক সহযোগিতায় কালাই তালুকদার পাড়ায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। হানাইল কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আফতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রায্যাক বিন ইউসুফ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-হেরা শিল্পী গোষ্ঠীর প্রধান মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমান, উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ গোলাম রববানী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলাম। সমাবেশে বিপুল সংখ্যক মহিলা যোগদান করে পর্দার অন্তরালে বসে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বক্তব্য শ্রবণ করেন।

কমিটি গঠন

নেছারাবাদ, পিরোজপুর ৩০ জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর পিরোজপুর যেলার নেছারাবাদ উপযেলাধীন সোহাগদলের জনাব মুশাররফ হোসাইনের বাড়ীতে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উপদেষ্টা আলহাজ্জ রুস্তম আলীর সভাপত্বি অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও ইন্দুরহাট ফজিলার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অনুষ্ঠানে মুসাম্মাৎ শিমুল বেগমকে সভানেত্রী, আফরিনা আখতারকে সহ-সভানেত্রী ও শিমুল আখতারকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্য বিশিষ্ট ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’ সোহাগদল শাখা কমিটি গঠন করা হয়।

মৃত্যু সংবাদ

(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার মৌগাছি এলাকার সাধারণ সম্পাদক এবং মাসিক আত-তাহরীক এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়মিত এজেন্ট, ধুরইল ডি.এইচ কামিল মাদরাসার এবতেদায়ী শিক্ষক নিবেদিতপ্রাণ কর্মী মুহাম্মাদ গোলাম মোস্তফা (৪৫) গত ৪ মার্চ দুপুর ১২-৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। ২ মার্চ সন্ধায় ব্রেইন স্ট্রোক করলে রাতেই তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় দুই দিন অজ্ঞান থাকার পর ৪ মার্চ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। বিকাল সাড়ে ৫-টায় নিজ গ্রাম পাঁচপাড়ার পার্শ্ববর্তী পিয়ারপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতী করেন মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। এ সময়ে ধুরইল ডি.এইচ. কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল মাওলানা দুররুল হুদা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগর্ব সহ বিপুল সংখ্যক মুছল্লী তার জানাযায় অংশগ্রহণ করেন। অতঃপর তাকে পাঁচপাড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মোস্তফার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী একজন আদর্শ পরহেযগার ব্যক্তিকে হারায়। আহলেহাদীছ আন্দোলন হারায়০ একজন ত্যাগী কর্মীকে। তার জানাযায় হাযার হাযার মানুষের উপস্থিতিই একথা স্মরণ করিয়ে দেয়।

(২) মাসিক আত-তাহরীক-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়মিত এজেন্ট, কুমিল্লা যেলা ‘যুবসংঘে’র সাবেক তাবলীগ সম্পাদক মুহাম্মাদ জসীমুদ্দীন (৪২) রোড এক্সিডেন্টে গত ১৭ জানুয়ারী দিবাগত রাত ৩-টায় ঢাকার ইবনে সীনা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্র সন্তান ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন ১৮ জানুয়ারী বিকাল ৪-৩০ মিনিটে তার নিজ গ্রাম দেবিদ্বার থানাধীন বাতাপুকুরিয়ার ঈদগাহ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতী করেন তার ছোট ভাই রাধানগর কালিকাপুর রহমানিয়া দাখিল মাদরাসা, বি-বাড়িয়ার শিক্ষক মুহাম্মাদ ফরীদুদ্দীন। জানাযা শেষে তাকে ঈদগাহ মাঠ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। জসীমুদ্দীনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্দ হয়ে পড়ে তার পিতা-মাতা সহ অনেকেই। যেলা ও এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সহ এলাকার বিপুল সংখ্যক মুছল্লী তার জানাযায় শরীক হন। উল্লেখ্য যে, জসীমুদ্দীন ১৬ জানুয়ারী সকাল ১০-টায় টেম্পুযোগে স্বীয় কর্মস্থল কসবায় যাওয়ার পথে ঘাতক ট্রাক চাপা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। তার ঘাড়ের হাড় ভেঙ্গে যায়। অতঃপর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

[আত-তাহরীক-এর দু’জন নিবেদিত এজেন্টকে হারিয়ে আমরা বেদনাহত শোকাহত। আমরা তাদের জন্য মহান আল্লাহর বারগাহে মাগফেরাত কামনা করছি। এই সাথে সমবেদনা জ্ঞাপন করছি তাদের শোকাহত পরিবার বর্গের প্রতি। -সম্পাদক]






অন্যান্য
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
দায়িত্বশীল প্রশিক্ষণ
মৃত্যু সংবাদ
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
উপযেলা সম্মেলন \ রূপসা (বক্র পথ ছেড়ে ছিরাতে মুস্তাক্বীমে ফিরে আসুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
পরিদর্শন ও সুধী সমাবেশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি পুনর্গঠন)
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
লেখক সম্মেলন ২০১৬
কক্সবাজার সফরের অন্যান্য সংবাদ
আরও
আরও
.