জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের ৫০ লাখ মুসলমানকে জাতীয় নাগরিকত্ব থেকে বাদ দেয়ার চক্রান্ত চলছে। ২০১৪ সাল অবধি আগত কেবল হিন্দুদের নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু মুসলমানদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাদের ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। আসামকে আসলে মিয়ানমারে পরিণত করার কৌশল ফেঁদেছে বিজেপি সরকার। কিন্তু ভিটে-মাটি থেকে উচ্ছেদ করা হ’লে ৫০ লাখ মুসলমানও বসে থাকবে না। আগুন লাগাবে, মারবে, মরবে, রক্ত ঝরবে, খুন হবে অনেকে। গত ১৩ই নভেম্বর ভারতের নতুন দিল্লীতে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘অ্যাকশন কমিটি ফর আসাম’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

সম্মেলনে আরশাদ মাদানী বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। যারা ভারতীয় নয় তাদের বাইরে পাঠিয়ে দিন। কিন্তু যাদের পূর্বপুরুষ ৪শ’ বছর ধরে আসামে বসবাস করছেন, তাদের বাংলাদেশী বানিয়ে বাইরে ঠেলে পাঠাবেন, এর অনুমতি দেব না আমরা।

আদালতে পঞ্চায়েত-নথির বৈধতা খারিজের আড়ালেও ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৪শ’ বছর ধরে আসামে বসবাসকারী মুসলমানদের বাংলাদেশী বানাতেই পঞ্চায়েত-নথি মানা হচ্ছে না। এখন থেকে আর গ্রহণ করব না বললে আমরাও আপত্তি করতাম না। কিন্তু যাদের বাপ-দাদা ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছেন। এখন তাদের ছেলে-মেয়েদেরই বলা হচ্ছে তারা ভারতীয় নয়। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকেরা যেভাবে রাষ্ট্রচালিত হিংসার শিকার হচ্ছেন। আসামের মুসলমানদের ক্ষেত্রেও একই নিয়তি অপেক্ষা করছে। আরশাদ মাদানীর ভাষায়, ‘এখন বলা হচ্ছে মুসলমানদের ভোটাধিকার থেকে বঞ্চিত কর। ভোটাধিকার যখন কেড়ে নেয়া হবে, তখন ১০ বছর পর বলা হবে তোমরা ভারতীয় নয়। ফলে মিয়ানমারে যা হয়েছে, তাই করা হবে।

[এরই নাম যদি গণতন্ত্র হয়, তবে ধিক ঐসব তন্ত্রে-মন্ত্রে (স.স.)]






আরও
আরও
.