২০১৭ সালে বাতাস দূষণের শিকার হয়ে ভারতে প্রায় ১২ লাখ ৪০ হাযার মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে। পরিবেশ বিষয়ক জার্নাল ল্যানচেট প্লানেটারি হেলথ। ৬ই ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত জরিপে বলা হয়েছে, ওই বছরে মারা যাওয়া মোট মানুষের মধ্যে ১২ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ বায়ু দূষণ। দূষিত বায়ুর কারণে মারা যাওয়া ৫১ শতাংশ মানুষের বয়স ৭০ বছরের নিচে। এই দূষণের কারণে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু দেড় বছরেরও বেশি কমেছে বলে জানিয়েছে ওই জরিপ। জরিপে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাতাসে পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ক্ষুদ্র কণার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই কণা ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হ’তে পারে। ঐ জরিপে বলা হয়েছে, বাতাসের মান স্বাস্থ্যকর পর্যায়ে থাকলে ২০১৭ সালে ভারতের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ১ দশমিক ৭ বছর বেড়ে যেত। তবে সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এক প্রতিবেদনে এর চেয়েও আশঙ্কাজনক তথ্য দেওয়া হয়েছে যে, দূষণের ফলে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু চার বছরেরও বেশি কমে যাচ্ছে। এছাড়া চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল বিশ্বের সবচেয়ে দূষিত ১৪টি শহরের অবস্থান ভারতে।






আরও
আরও
.