আইএস চরমপন্থী জঙ্গীদের একটি ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটোর নির্মিত অস্ত্র উদ্ধারের দাবী করেছে সিরিয়া। দেশটির দেইর আয-যার অঞ্চলে আল-মায়াদীন শহরের একটি ঘাঁটি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) সিরীয় সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সেনা কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ইসরাঈলের নির্মিত ভারী, মাঝারি ও হালকা অস্ত্র রয়েছে। ন্যাটো, ইউরোপিয়ান ও পশ্চিমা দেশ নির্মিত মর্টার ও গোলাবারুদ রয়েছে। মর্টার, গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। এছাড়া ন্যাটোর ৪০ কি.মি. পাল্লার একটি ১৫৫ এমএম ভারী কামান পাওয়া গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গ্লোবাল রিসার্চ জানায়, প্রায় ৮০০ মর্টার শেল, ১০ হাযার গুলিসহ মেশিনগান, ১৭ এমএম, ১৪ এমএম ও ৩০ এমএম মেশিন গানের গুলি, আরপিজি, ৩টি আরপিজি লাঞ্চার ও বেশ কয়েকটি টেলি কমিউনিকেশন যন্ত্রপাতি পাওয়া গেছে।

[এতে পরিষ্কার যে, কথিত এইসব জিহাদীদের কারা নিয়োগ করেছে এবং এরা কাদের স্বার্থে কাজ করছে (স.স.)]






আরও
আরও
.