ইউরোপের একমাত্র মসজিদবিহীন শহর গ্রিসের রাজধানী এথেন্সে অবশেষে মসজিদ স্থাপিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তা খুলে দেওয়া হবে। উদ্বোধন হ’লে এটি হবে এথেন্সের প্রথম ও ছালাতের জন্য নির্ধারিত একমাত্র মসজিদ। মুসলিমদের ঐকান্তিক দাবীর মুখে ২০১১ সালে গ্রিসের পার্লামেন্ট শহরটিতে একটি মসজিদ তৈরির পরিকল্পনা অনুমোদন করে। যা ২০১৯ সালে বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে। সাড়ে তিনশ’ মুছল্লীর ধারণক্ষমতাসম্পন্ন এ মসজিদটি নির্মাণে আনুমানিক খরচ হয়েছে সাড়ে আট কোটি টাকা। নতুন মসজিদের নির্মাণে গ্রিসের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভিন্ন সেবাসংস্থা জড়িত। এথেন্সের মুসলমানরাও মসজিদটি নির্মাণে আর্থিকভাবে সহযোগিতায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, গ্রিসের ঐতিহ্যবাহী শহর এথেন্সের খ্যাতি বিশ্বজোড়া। পাশ্চাত্য সভ্যতা আর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে পরিচিত এথেন্স বিশ্বের অন্যতম প্রাচীন নগরী। তবে দুর্ভাগ্যজনকভাবে এই শহরে কোন মসজিদ ছিল না। এথেন্স হচ্ছে ইউরোপের একমাত্র গুরুত্বপূর্ণ শহর যেখানে এতদিন কোন মসজিদ তৈরি করতে দেয়া হয়নি। ১৮৩৩ খ্রিস্টাব্দে ওছমানীয় সাম্রাজ্য থেকে গ্রিস স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পর থেকে এথেন্সে কোন মসজিদ ছিল না। এছাড়া স্বাধীনতাপূর্ব যুগের অবশিষ্ট দু’টি মসজিদের একটিকে জাদুঘর আর অন্যদিকে গুদামঘরে পরিণত করা হয়। 

গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় বিপুল সংখ্যক মুসলিম অধ্যুষিত শহর কমোতিনির মুফতি ইব্রাহীম শরীফ জানান, গ্রিসের বিভিন্ন শহরে ওছমানীয় আমলের বহু মসজিদ ছিল কিন্তু কালের পরিক্রমায় সেগুলো ধ্বংস হয়ে গেছে। মুফতী আহমাদ বলেন, গ্রিস উগ্র খ্রিস্টানদের দেশ। তারা ইসলাম থেকে বহু দূরে এবং ওছমানীয় স্মৃতিচিহ্নের ব্যাপারে বৈরি। এথেন্সের কেন্দ্রে কার্যকর কোন মসজিদ দেখতে চায় না তারা।

উল্লেখ্য, ৫০ লাখ জনসংখ্যার এথেন্সে অন্তত ৩ লাখ মুসলিম বসবাস করে। তারা মূলতঃ বিভিন্ন গৃহের বেজমেন্ট, দোকানপাট, গুদাম ইত্যাদি স্থানে অস্থায়ীভাবে ছালাত আদায় করে থাকেন।






চীনা রোবটযানের চাঁদে অবতরণ
মদ্যপানের কোন নিরাপদ মাত্রা নেই
ভারতে অস্ত্রের বড় উৎস ইস্রাঈল
আন্তঃনদী সংযোগ প্রকল্প : বাংলাদেশে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
মার্কিন আগ্রাসনে ২ দশকে ৩ কোটি ৭০ লাখ মানুষ বাস্ত্তচ্যুত
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
বন্যায় ৭৪ জনের প্রাণহানি, সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৬ হাযার কি.মি. সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
স্বদেশ-বিদেশ
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
আরও
আরও
.