ভারতের
অযোধ্যায় ধ্বংস করা ঐতিহাসিক বাবরী মসজিদ ও রাম জন্মভূমি বিতর্কের দীর্ঘ
দিনের বিরোধের রায় দিয়েছে দেশটির সুপ্রীম কোর্ট। রায় ঘোষণার পরপরই বিশ্ব
হিন্দু পরিষদ (ভিএইচপি) সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের পরবর্তী
টার্গেট সম্পর্কে মুখ খুলতে শুরু করেছে। তারা ৩২ হাযার মন্দির উদ্ধারের
নামে ভারতের মসজিদগুলোকে ধ্বংস করার ঘোষণা দিয়েছে।
রাম রাজ্য প্রতিষ্ঠার অংশ হিসাবে গান্ধীজীর স্বপ্ন সফলের লক্ষ্যে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি, বারানসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং পশ্চিমবঙ্গে আদিনাথ মন্দির নির্মাণ করা হবে। মূলতঃ এসব স্থানে এখন মসজিদ রয়েছে। যা তাদের পরবর্তী টার্গেট।
সুপ্রিম কোর্টের রায়ের পর পশ্চিমবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসারের দায়িত্বে থাকা স্বরূপ চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, সুপ্রীম কোর্টের রায়ে সারা ভারতের হিন্দু সমাজের জয় হয়েছে। এ রায়ের ফলে ভারত থেকে ৪০০ বছরের পরাধীনতার চিহ্ন মুছে গেছে। তিনি বলেন, আমাদের পরবর্তী টার্গেট কাশী, মথুরাসহ দেশের ৩২ হাযার মন্দিরকে উদ্ধার করা।
এছাড়া ‘হিন্দু সংহতি’র সভাপতি দেবতনু ভট্টাচার্য সুপ্রীম কোর্টের রায়ের পর মুসলিম ও ইসলাম ধর্মকে বিদেশী উল্লেখ করে বলেছেন, বিদেশী আক্রমণকারীদের চিহ্ন মুছে ফেলে যেভাবে রাম জন্মভূমিকে মুক্ত করা হ’ল, সেভাবেই মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি, বারানসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং অবশ্যই পশ্চিমবঙ্গের আদিনাথ মন্দির (আদিনা মসজিদ) মুক্ত করা হবে।
[এইসব রাজনৈতিক দুর্বৃত্তরাই ভারতবর্ষে অশান্তি সৃষ্টির মূল নায়ক। আল্লাহ এদের ধ্বংস করুন! (স.স.)]