আসিয়াছে ঈদ খুশির উৎসব, কে তুমি বলছ ভাই

চোখ মেলে দেখ আজিকার ঈদে খুশির চিহ্ন নেই।

নিরানন্দ আজিকার দিন,

এবারের ঈদ ব্যথায় মলিন

এবারের ঈদ শোকে মুহ্যমান।

সারাটি বিশ্বে চলে হানাহানি নরবলি উৎসব

দিকে দিকে উঠে নির্যাতিতের আর্ত কলরব।

জ্বলে দাউ দাউ আগুন

শত্রুর হাতে বিষ ভরা তূণ

পেতে চায় তারা মাছূমের খুন।

ভীত চঞ্চল সবার মন, শোন সবে বন্ধুগণ,

ভয়ে কম্পিত বনু আদম, শংকিত সব জনগণ।

জান নিয়ে চলে টানাটানি,

ষড়যন্ত্রের চলে কানাকানি,

যায় নাকো শোনা সব জায়গা সত্যের জয়ধ্বনি।

অবাধে চলে চোরাকারবারী বণিক আর মহাজন,

দুর্বৃত্তের প্রশংসায় ব্যস্ত জনগণ।

খুন লুণ্ঠনে দোষ নাহি আর

নারী ধর্ষণ তুচ্ছ ব্যাপার

তাদের কারো হয় না বিচার।

যেদিকে তাকাই শুনি টিটকারী, বুকেতে অগ্নিজ্বালা,

গৃহে গৃহে আজ সৃষ্টি শত শত কারবালা।

পাই না কোথাও শান্তির দেখা,

হেরিনা আধারে আলোকের রেখা,

যে দিকে তাকাই দেখি অগ্নি শিখা।

দুর্বল কেঁদে কয় দয়া কর আল্লাহ তা‘আলা,

আজিও ঈদে তাই যাচিনা প্রভু মুছীবত বালা।

বিপদ দেখে যেন ভয় নাহি পাই,

মিথ্যার কাছে মাথা না নোয়াই,

তুমি সাথে আছো একথা যেন কভু নাহি ভুলি।

তব দেওয়া দুঃখ নিতে পারি মাথায় তুলি।

-আব্দুল মালেক

গোদাগাড়ী, রাজশাহী।







আরও
আরও
.