আগুনের লেলিহান শিখা,

জ্বলে যায় প্রান্তর,

জ্বলে হলিউড, ক্যালিফোর্নিয়া

পুড়ে যায় অন্তর।

সবুজ বনানী দগ্ধিভূত,

হাহাকার চারপাশ,

 দেখ হে যালেম! কেমন লাগে,

যবে পড়ে রয় লাশ।

মেঘের মতো ধোঁয়া উঠে,

কালো হয় নীলাকাশ,

প্রকৃতি কাঁদে নির্বাক হয়ে,

নিঃশ্বাসে হাঁসফাঁস।

 কে নেভাবে আগুন আজকে,

কোথায় সে হুংকার?

 তোমরা নাকি শক্তিশালী,

শাসক এই ধরার?

শিক্ষা আজি গ্রহণ কর,

যুলুম শোষণ বন্ধ কর,

মহান প্রভুর রহমত ছাড়া

আছে কি উপায় আর?

তাঁর কাছেই ভিক্ষা মাগো

থামে যদি হাহাকার।

তিনি এক ও একক

একচ্ছত্র অধিপতি দুনিয়ার।

-মিছবাহুল হক

গোদাগাড়ী, রাজশাহী।







আরও
আরও
.