আগুনের লেলিহান শিখা,

জ্বলে যায় প্রান্তর,

জ্বলে হলিউড, ক্যালিফোর্নিয়া

পুড়ে যায় অন্তর।

সবুজ বনানী দগ্ধিভূত,

হাহাকার চারপাশ,

 দেখ হে যালেম! কেমন লাগে,

যবে পড়ে রয় লাশ।

মেঘের মতো ধোঁয়া উঠে,

কালো হয় নীলাকাশ,

প্রকৃতি কাঁদে নির্বাক হয়ে,

নিঃশ্বাসে হাঁসফাঁস।

 কে নেভাবে আগুন আজকে,

কোথায় সে হুংকার?

 তোমরা নাকি শক্তিশালী,

শাসক এই ধরার?

শিক্ষা আজি গ্রহণ কর,

যুলুম শোষণ বন্ধ কর,

মহান প্রভুর রহমত ছাড়া

আছে কি উপায় আর?

তাঁর কাছেই ভিক্ষা মাগো

থামে যদি হাহাকার।

তিনি এক ও একক

একচ্ছত্র অধিপতি দুনিয়ার।

-মিছবাহুল হক

গোদাগাড়ী, রাজশাহী।







খুঁজে ফিরি
কুরবানী; কিসের ঈদ করব বল; কেন অবশেষে?; ঈদের খুশী
তাহরীক তোমার নাম - .
আত-তাহরীকের সন্ধানে - আব্দুল ক্বাইয়ূমকুলাঘাট, লালমণিরহাট।
কুরআন-হাদীছ ডাকে - -ইউসুফ আল-আযাদবাসাইল, টাংগাইল।
ইসলামী চেতনার জ্যোতি
আহবান - মুহাম্মাদ সিরাজুদ্দীনশৌলমারী, জলঢাকা, নীলফামারী।
আল্লাহর মাহাত্ম্য - শরীফুল ইসলামএম.এ (শেষ বর্ষ) ইসলামিক স্টাডিজরাজশাহী বিশ্ববিদ্যালয়।
আহলেহাদীছ জঙ্গী নয় - মুহাম্মাদ মোমতায আলী খানঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
দিন শেষ - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ঈমানদার - মুহাম্মাদ আব্দুল ওয়াহেদ সরকারকলেজপাড়া, বিরামপুর, দিনাজপুর।
জিজ্ঞাসা - আবুল কাশেম মেহেরপুর।
আরও
আরও
.