শপথ সে ঘোড়ার যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়

ক্ষুরাঘাতে তারা আগুনের ফুলকি ঝরায়।

প্রভাতে চালায় অভিযান শত্রু শিবিরে

ধূলিঝড়ে ঢুকে পড়ে শত্রুর গৃহাভ্যন্তরে।

তছনছ করে সব শত্রু করে পরাজয়

অশ্বদের পদাঘাতে আসে মহান বিজয়।

মানুষ বড়ই কৃতঘ্ন বিপদ চলে গেলে

আল্লাহকে ভুলে যায় সুখ ও সম্পদ পেলে।

নিশ্চিত এ বিষয়ে অবশ্যই সে অবহিত

সম্পদের মোহে সে অতি বেশীই মদমত্ত।

কবরবাসী সেদিন সবাই হবে জীবিত

লুক্কায়িত মনের কথা সব হবে প্রকাশিত।

সবার আমলনামা সেদিন হবে উন্মুক্ত

মুমিন পাবে ডান হাতে আনন্দে হবে সিক্ত।

কাফের ও মুশরিক যারা আছে অগণিত

নিশ্চয়ই তারা জাহান্নামে হবে নিক্ষিপ্ত।

(সূরা ‘আদিয়াত-এর ভাবানুবাদ)

-মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা।







আরও
আরও
.