বন্যা নামের পানির ঢলে ভাসল কত যেলা,

ভাংল কত ঘর-বাড়ি, ভাসল কত ভেলা।

ত্রাণ নিয়ে দাও বানভাসীদের করুণ ডাকে সাড়া,

এই বন্যায় কত আমীর হ’ল সর্বহারা।

বন্যা তাবৎ ইতিহাসের বাংলাদেশের বুকে,

জেনে বুঝেই ঘটানো হয়, মানুষ মরে ধুঁকে।

আর্তনাদে ছেলে কাঁদে বাপ হারানোর দুঃখে,

বাবা নাকি হারিয়ে গেছে নিজ পরিবার রেখে।

উত্তাল স্রোতে হাড়ির ভেতর নিষ্পাপ শিশু ভাসে,

ঐ পারেতে দেশ দরদী মুখ চেপে চেপে হাসে।

প্রতি বছর শুনি আমি এমন রোণাজারী,

আমার দেশের আকাশ অাঁধার, বাতাস বহুত ভারি।


-তানভীর মাহতাব

৭ম শ্রেণী, নওদাপাড়া মাদ্রাসা, রাজশাহী।







আরও
আরও
.