আমরা নবীন, আমরা তরুণ, শক্তি মোরা আগামীর,
ন্যায়ের মশাল জ্বালি মোরা, উড়াই নিশান অহি-র\
দিগ্বিদিক দামামা বাজিয়ে সামনে চলি জওয়ান-বীর,
আল্লাহ ছাড়া অন্যের তরে নত করি না মোদের শির\
শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ছাঃ) মোদের রাহবার,
তাঁর চেতনা আগলে রেখে হবই হব দুর্বার\
কুরআন মোদের সংবিধান, সুন্নাহ মোদের চলার পথ
এই দু’টিকে আগলে রেখে ছেড়েছি সব বাতিল মত\
স্বচ্ছ মনে দৃপ্ত প্রাণে করেছি মোরা আজকে পণ,
দ্বীনের তরে সংগ্রাম মোরা করেই যাব আমরণ\
মোদের দৃপ্ত পদচারণায় বাতিল পালাক দূর-সুদূর,
ঘৃণ্য ত্বাগূতের স্থান হোক ইতিহাসের আস্তাকুঁড়\
কেবল প্রভু তোমার কাছেই চাইছি মোরা বারংবার,
আমাদের কণ্ঠ-কলম করুক মানব-সমাজ সংস্কার\
-মুনতাহিম আহমাদ আদীব
নওদাপাড়া, রাজশাহী।