পৃথিবী! ক্ষণিক তরে তোমায়
আমি দেখতে এসেছিলাম
কি পেলাম তোমা হ’তে
কিইবা তোমায় দিলাম?
হক হালাল বুঝিনি তাই
গ্রাস করেছি সব,
কি জবাব দিব সেদিন
যেদিন বিচার করবেন রব।
প্রবৃত্তির মোহে পড়ে
হারিয়ে গেছি হায়
কি করে শুধাব আমি
আর তো সময় নাই।
বেলা শেষে হে পৃথিবী!
তোমায় ঘৃণা করি
ফরিয়াদ করি রবের কাছে
যেন মানুষ হয়ে মরি!