ডাক্তার হ’লেন অনেক দামী মহান প্রভুর দান,

চিকিৎসা-সেবা দিয়ে বাঁচায় বহু রোগীর প্রাণ।

সুস্থ হয়ে দো‘আ করেন ডাক্তার ভালো হ’লে,

টাকার চিন্তা না করে চিকিৎসা করেন বলে।

গরীব রোগী হ’লে তারা ফ্রী করেন চিকিৎসা,

অযথা টেস্ট দিয়ে খোয়ান না রোগীর পয়সা।

 বহু চেষ্টায় হন ডাক্তার করেন প্রতিজ্ঞা,

দিনে-রাতে সেবা দিতে করবেন না অবজ্ঞা।

দুষ্টু লোকের মিষ্টি কথা মনে না দিয়ে ঠঁাই,

আল্লাহ ভরসা করে সৎ ডাক্তারের কাছে যাই।

অসুস্থতা আল্লাহর দেওয়া বিশেষ পরীক্ষা,

তিনিই হ’লেন আরোগ্যদাতা তিনিই করবেন রক্ষা।

রোগ-ব্যাধিতে মুষড়ে না পড়ি, অটল থাকি ভাই,

দো‘আ করে ঔষধ খাবো সুস্থতা যেন পাই।

-মুহাম্মাদ মাসঊদ

গোবিন্দপাড়া, বাগমারা, রাজশাহী।







আরও
আরও
.