তুমি যে রহীম, তুমি রহমান

প্রশংসা তোমারি সবি

আমার এ হৃদয়ের প্রতিচ্ছবি তুমি

যতই তোমাকে ভাবি।

তোমার সৃষ্ট ধরণীতে সদা

গায় তব জয়গান

সিজদা লও গো অসংখ্য আমার

হে রহীম রহমান।

মহাবিশ্বের সৃষ্টি জগতে

গ্রহ নক্ষত্র যত

জপিছে তাসবীহ মানিছে আদেশ

দিন রাত অবিরত।

ধরণীতে তুমি, আখেরাতে তুমি

তুমি তো বিচারপতি

আমার হৃদয় তব প্রশংসায়

কেটে যাক দিবারাতি।

সাহায্য শুধু চাই তোমার কাছে

ইবাদত করি তোমা

করুণার তুমি অসীম জলধি

আমাকে করো গো ক্ষমা।

যে পথ সহজ যে পথ সরল

যে পথে চলিলে তুমি

রাজি খুশী হও সে পথে চালাও

হে মোর অন্তর্যামী।

সে পথে যেন নাহি চলি কভূ

যেথা তব অভিশাপ

যে পথে চলিলে বেড়ে যাবে মম

হৃদয়ের পরিতাপ।

অসংখ্য তব প্রশংসা গাহি

হে রহীম রহমান।

দরবারে তোমার পাই যেন আমি

প্রিয়জন সম মান।

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।






আরও
আরও
.