অবরুদ্ধ যামানায় আমাদের বাস,
স্বাধীনতা রোজ যেথা ফেলে দীর্ঘশ্বাস।
এই পৃথিবীর হর্তাকর্তা শাসকেরা,
মানুষের মুখ ঠেসে ধরে দেয় পাড়া।
কত প্রাণ গর্জে ওঠে রোধের প্রত্যয়ে,
লাশ পড়ে রাজপথে বুলেটের জয়ে।
ওরা নিজের ভোগ বিলাসের হুশে,
পৃথিবীর সবটুকু খেয়ে নেয় শুষে।
আজ যদি কেউ রুখে ওঠে প্রতি প্রতিবাদে,
কণ্ঠ থামায় ওরা চৌদ্দশিকের বাধে।
পুরো পৃথিবীর সামষ্টিক প্রতিরোধে,
অনল জ্বালাতে হবে স্বৈর-মসনদে।
ন্যায়ের ঝান্ডাতলে বাঁচতে চাও যদি,
যুলুম মুক্ত কর আগে পৃথিবীর গদি।
-মুবাশ্শির সা‘দ, রাজশাহী।