শাওয়ালের ছয়টি ছিয়াম যে জন রামাযানের পর করে
সে ব্যক্তি যেন পালন করল ছিয়াম সারাটি বছর ধরে।
হাদীছে নববীতে রাসূলের যবানীতে কথাটি রয়
ত্রিশটি ছিয়াম দশগুণ করলে তিনশ’টি হয়।
শাওয়ালের ছয়টি ছিয়াম দশগুণ করলে ষাটটি হবে
তিনশ’ ষাট দিনে আরবী বছর হয়ে থাকে এই ভবে।
সব ছিয়ামের ছওয়াব মিলে যদি একটি বছর হয়
নেকীর পাল্লা ভারী হবে মোদের নেই কোন ভয়।
শাওয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত ছিয়াম করা যাবে
একটানা ছয়টি বা মাঝে মাঝে বাদ দিয়ে করলেও হবে।
রামাযানের ছিয়াম যদি কেউ করে ফেলে কাযা
পারলে শাওয়ালের ছয়টির আগেই করে নেবে আদা।
মহা সুযোগ করে দিয়েছেন মহানবী মোদের তরে
উম্মত যেন অল্প ছিয়ামে বেশী নেকী হাছিল করে।
শাওয়ালের ছয়টি ছিয়ামের মর্যাদা অনেক বেশী তাই
আবু আইয়ুব আনছারীর বর্ণনা ছহীহ মুসলিমে পাই।
রামাযানের ছিয়াম সাধনার পরে মোরা না যাই যেন থেমে
শাওয়ালের ছয়টিও পালন করি যেন আল্লাহর গভীর প্রেমে।