উত্তর : এরকম লোককে ইমাম হিসাবে রাখা যাবে না। কারণ ইমামতি একটি মর্যাদাপূর্ণ দায়িত্ব, যার পিছনে অসংখ্য মুছল্লী ছালাত আদায় করেন। তবে বাধ্যগত অবস্থায় ফাসেক ইমামের পিছনে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ছাহাবায়ে কেরাম যালেম ও ফাসেক ব্যক্তির পিছনে ছালাত আদায় করেছেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/১০০৩; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/১২৩-১২৭, ৩০/১৪২)।
প্রশ্নকারী : আব্দুর রহমান, কুষ্টিয়া।