উত্তর : অর্থ উপার্জন ও শিক্ষা দু’টিই প্রয়োজন। সেজন্য এমন উৎস থেকে অর্থ উপার্জনের চেষ্টা করবে, যেখানে অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষা অর্জনও করা যায়। এমন উৎস না পাওয়া গেলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে এবং পিতা-মাতার আদেশ পালন করে বৈধ উৎস থেকে অর্থ উপার্জন করবে। কারণ একদা জনৈক ব্যক্তি নবী (ছাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহ্র রাসূল! আমার সম্পদ ও সন্তান-সন্ততি আছে, আর আমার পিতা আমার মালের মুখাপেক্ষী। তখন তিনি বলেন, তুমি এবং তোমার মাল সবই তোমার পিতার। আর তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য উত্তম উপার্জন। কাজেই তোমরা তোমাদের সন্তানের উপার্জিত মাল ভক্ষণ করবে’ (তিরমিযী হা/১৩৫৮; মিশকাত হা/২৭৭০; ছহীহুল জামে‘ হা/১৫৬৬)।
প্রশ্নকারী : মনযূরুল ইসলাম, জলঢাকা, নিলফামারী।