উত্তর : এজন্য কাপড় হৌক বা শরীর হৌক অপবিত্র স্থান ধুয়ে ফেললেই যথেষ্ট হবে (নববী, আল-মাজমূ‘ ২/৯১)। উল্লেখ্য যে, পেশাব থেকে পবিত্রতার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণেই হয়ে থাকে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পেশাব থেকে সাবধানতা অবলম্বন কর। কারণ অধিকাংশ কবরের আযাব পেশাব (থেকে সাবধান না হওয়ার) ফলেই হয়ে থাকে’ (দারাকুৎনী হা/৪৬৪; ছহীহুত তারগীব হা/১৫৮-১৬০)।
প্রশ্নকারী : হাসীবুর রশীদ
নিউ ডিগ্রী গভঃ কলেজ, রাজশাহী।