উত্তর : এশার ছালাতে ক্বিরাআত সরবে পাঠ করতে হয় (বুখারী হা/৭৬৯, মিশকাত হা/৮৩৪)। এক্ষণে কেউ যদি ক্বিরাআত নীরবে পাঠ করে তাহ’লে মুক্তাদীরা লোকমা দিবে এবং ইমাম পুনরায় সূরা ফাতিহা থেকে পাঠ করবে। আর যদি এভাবেই এক রাক‘আত শেষ হয়, তাহ’লে তার জন্য সহো সিজদা দেওয়া সুন্নাত। কারণ সে সুন্নাত পরিত্যাগ করেছিল (হাত্তাব, মাওয়াহিবুল জলীল ২/২৬)। উল্লেখ্য যে, ছালাতের মধ্যে কোন সুন্নাত আমল ছুটে গেলে সহো সিজদা সুন্নাত, আর ওয়াজিব ছুটে গেলে সহো সিজদা ওয়াজিব হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৮১; দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) ১৫২ পৃ.)।
প্রশ্নকারী : বিল্লাল হোসাইন, কলারোয়া, সাতক্ষীরা।
[বিল্লাল নয় ‘বেলাল’ নাম রাখুন (স.স.)]