প্রশ্ন (২৮/৬৮) : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় কতবার হজ্জ এবং ওমরাহ পালন করেছিলেন?
1585 বার পঠিত
উত্তর : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় ১ বার হজ্জ এবং ৪ বার ওমরাহ পালন করেন (তিরমিযী হা/৮১৫; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/২৫১৮; দ্রঃ ‘হজ্জ ও ওমরাহ’ বই ৪র্থ সংস্করণ পৃঃ ১০)।