পবিত্র মাহে রামাযান উপলক্ষে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত দুই সংখ্যায় উক্ত সফর সমূহের সংক্ষিপ্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। বাকি অংশ নিম্নরূপ।-

সাতক্ষীরা ১৯শে রামাযান ১১ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুর রহমান ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম প্রমুখ।

পার্বতীপুর, দিনাজপুর-পূর্ব ১৯শে রামাযান ১১ই এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার পার্বতীপুর থানাধীন ঝাড়ুয়াডাঙ্গা দারুল হাদীছ সালাফী মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মনযূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুন নূর।

কালিয়া, নড়াইল ২১শে রামাযান ১৩ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার কালিয়া থানাধীন কালিয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়া থানা ‘আন্দোলন’-এর সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন।

ফেনী ২১শে রামাযান ১৩ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ আস-সালাফিইয়াহ মাদ্রাসা ফেনী এর উদ্যোগে মাদ্রাসা মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফেনী কার্ডিয়াক সেন্টার এন্ড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডাঃ মুহাম্মাদ শওকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ।

চট্টগ্রাম ২২শে রামাযান ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী উত্তর পতেঙ্গা মিলনায়তনে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয শেখ সা‘দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ শওকত হাসান।

বংশাল, ঢাকা ২২শে রামাযান ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার বংশাল থানাধীন পুরানা মোগলটুলি ও মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদে ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডে’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র মসজিদের খতীব ড. আহসানুল্লাহ বিন ছানাউল্লাহ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন অত্র মসজিদের মুতাওয়াল্লী ডা. আবু যায়েদ।

মণিরামপুর, যশোর ২২শে রামাযান ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার মণিরামপুর উপযেলাধীন চন্ডিপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ আবু তাহের প্রমুখ।

পাবনা ২২শে রামাযান ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন মাদারবাড়িয়া আল-মারকাযুল ইসলামী মাদ্রাসায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুর রঊফ ও ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক শরীফুল ইসলাম।

একই দিন সকাল ১০-টায় মাদারবাড়িয়া জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহিলা সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা বেলাল হোসাইন।

কুলাউড়া, মৌলভী বাজার ২২শে রামাযান ১৪ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কুলাউড়া থানাধীন দক্ষিণ মাগুরা মসজিদ আত-তাওহীদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদেকুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ ও কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন।

গোদাগাড়ী, রাজশাহী ২৩শে রামাযান ১৫ই এপ্রিল বুধবার : অদ্য বাদ যোহর যেলার গোদাগাড়ী উপযেলাধীন কাঁকনহাট রেলগেইট সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীকের সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

মাদারীপুর ২৩শে রামাযান ১৫ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন দরগা রোডস্থ আত-তাক্বওয়া কালাম ভবনের ২য় তলায় যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

ঝিনাইদহ ২৩শে রামাযান ১৫ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ডাক বাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন ও সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ।

মুসলিমপাড়া, রংপুর ২৩শে রামাযান ১৫ই এপ্রিলশনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের মুসলিমপাড়া শেখ জামালুদ্দীন জামে মসজিদে রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুছতফা সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম।

চাঁদপুর ২৩শে রামাযান ১৫ই এপ্রিল শনিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ষোলঘর ইত্তেবায়ে সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ ও ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র সভাপতি ডাঃ শওকত হাসান।

জাফলং, সিলেট ২৩শে রামাযান ১৫ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর যেলার গোয়াইনঘাট থানাধীন বিত্রিখেল হাওড় মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ জাবের আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন ও কুমিল্লার দাউদকান্দি থানাধীন কামাইরকান্দি, তাহফীযুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপ্যাল হাফেয মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।

মানিকগঞ্জ ২৪শে রামাযান ১৬ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পার্শ্বে বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

পীরগাছা, রংপুর ২৪শে রামাযান ১৬ই এপ্রিল রবিবার : অদ্য বাদ আছর যেলার পীরগাছা উপযেলাধীন দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসা মিলনায়তনে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শাহীন পারভেযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম।

রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৭শে রামাযান ১৯শে এপ্রিল বুধবার : অদ্য বাদ যোহর যেলার গোমস্তাপুর উপযেলাধীন রহনপুর ডাকবাংলা পাড়া আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আবু রায়হান।

প্রশিক্ষণ

সঊদিয়ান বাজার, পাগলা, ময়মনসিংহ ১৮-২০শে মে বৃহস্পতি, শুক্র ও শনিবার : যেলার পাগলা থানাধীন সঊদিয়ান বাজার মারকায জামে মসজিদে ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ৩দিন ব্যাপী কর্মী প্রশিক্ষণ ১৮ই মে বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হয়। যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক মাওলানা ফযলুল হক প্রমুখ। উল্লেখ্য যে, প্রশিক্ষণের দ্বিতীয় দিন অত্র মসজিদসহ পার্শ্ববর্তী ৭টি মসজিদে সংগঠনের দায়িত্বশীগণ জুম‘আর খুৎবা প্রদান করেন। শনিবার দুপুর পর্যন্হত প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত থাকে।

দারুশা হুজুরী পাড়া, পবা, রাজশাহী ৯ই জুন শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পবা উপযেলাধীন দারুশা হুজুরী পাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদরের অন্তর্ভুক্ত পবা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ হাতেম তাঈর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা দুর্রুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ইস্রাফীল হোসাইন।

মাসিক ইজতেমা

জয়পুর, চারঘাট, রাজশাহী ২৬শে মে শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার চারঘাট উপযেলাধীন জয়পুর কামারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে পাশুন্ডিয়া এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ইলিয়াসুদ্দীন ও জয়পুর হাফেযিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেয আব্দুল হামীদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক খুরশেদ আলম।

সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ২০শে মে শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন সন্তোষপুর-পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ গিয়াছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম ও রাজশাহী-সদর-পূর্ব উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মাকবূল হোসাইন।






৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
মৃত্যু সংবাদ
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
উপযেলা ও এলাকা সম্মেলন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর যেলা সমূহ পুনর্গঠন (২০২৩-২০২৫ সেশন)
উপযেলা সম্মেলন
জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল
শিরক বিমুক্ত তাওহীদের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ (সিঙ্গাপুরে ১২ তাকবীরে ঈদের ছালাত)
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
আরও
আরও
.