কুমিল্লা ও ফেনী ৩রা ও ৪ঠা এপ্রিল রবি ও সোমবার : হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ও যেলা নেতৃবৃন্দ ৩রা এপ্রিল রবিবার দুপুর ১-টা হতে ও ৪ঠা এপ্রিল সোমবার রাত ১০-টা পর্যন্ত কুমিল্লা ও ফেনী যেলার বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেন। সেই সাথে সাথে তারা সেসকল মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তাঁরা তাদেরকে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শিক্ষা সংস্কার ও দাওয়াতী কার্যক্রমে যথাসাধ্য সহযোগিতার আহবান জানান। এ সময় কেন্দ্রীয় ও যেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহমাদুল্লাহ, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহ, সহ-সভাপতি মাওলানা মুছলেহুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জামীলুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ, ‘সোনামণি’র পরিচালক মাওলানা আতীকুর রহমান প্রমুখ। তারা কুমিল্লা  যেলার যেসকল মাদ্রাসা পরিদর্শন করেন সেগুলো হল : ১. আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স, শাসনগাছা ২. বুড়িচং সালাফিইয়াহ মাদ্রাসা, বুড়িচং ৩. ইমাম বুখারী (রহ.) সালাফিইয়াহ মাদ্রাসা, মুরাদনগর ৪. একলারামপুর মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিইয়াহ, তিতাস ৫. খিরাইকান্দি আল-হেরা সালাফিইয়াহ মাদ্রাসা, দেবিদ্বার ৬. কোরপাই আল-মারকাযুল ইসলামী আস-সালাফী আব্দুল আযীয আফিয়া মহিলা মাদ্রাসা, বুড়িচং ৭. আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, লালমাই ৮. হযরত বেলাল (রা.) মডেল মাদ্রাসা, লাকসাম ৯. দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসা, লাকসাম। ১০. দারুল হাদীছ আস-সালাফী মাদ্রাসা, ফেনী। উল্লেখ্য যে, এসময় ফেনী যেলায় হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত সর্বপ্রথম প্রতিষ্ঠান হিসাবে দারুল হাদীছ আস-সালাফী মাদ্রাসা উদ্বোধন করা হয়। 

পশ্চিম ভাটপাড়া-কোম্পানীগঞ্জ, চারঘাট, রাজশাহী ১২ই ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ আছর যেলার চারঘাট উপযেলাধীন পশ্চিম ভাটপাড়া-কোম্পানীগঞ্জে ‘কোম্পানীগঞ্জ সালাফী মাদ্রাসা’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার পরিচালক তাহূরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন নাটোরের লালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অব.) রূহুল আমীন বিশ্বাস, ঝাউবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারূক হোসাইন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মাদ মীযানুর রহমান ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মাহমূদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন চারঘাট উপযেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীন।






বার্ষিক কর্মী সম্মেলন ২০১৫ (দেশে অহি-র বিধান প্রতিষ্ঠায় দৃঢ় পদে এগিয়ে চলুন) - -কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৩৩তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৩ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
তাখাছ্ছুছ বিভাগের উদ্বোধন : মারকাযের ইতিহাসে নতুন মাইলফলক (মারকায সংবাদ)
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
অন্যান্য
সুধী সমাবেশ
তাবলীগী সভা
মৃত্যু সংবাদ
আল-‘আওনের ফ্রি টেলিমেডিসিন সেবা শুরু
কমিটি গঠন (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ) কক্সবাজার
মারকায সংবাদ (যাত্রীবাহী গাড়ী সমূহে ইফতার বিতরণ)
আরও
আরও
.